Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

সভার সিদ্ধান্ত

সভার স্থান         : ইউপি কার্যালয়

তারিখ                          : ২৮-০৩-২০১৩ইং

সময়                : দুপুর ১২.০০ ঘটিকা

 

ক্রঃনং

নাম

পদবী

স্বাক্ষর

০১

মোঃ রেজাউল ইসলাম

সভাপতি ( চেয়ারম্যান)

’’

০২

মোঃ শাহজাহান

সদস্য, ইউপি সদস্য

’’

০৩

মোঃ আলতাফ মিয়া

সদস্য, ইউপি সদস্য

’’

০৪

মোঃ রাজু হোসেন

সদস্য, ইউপি সদস্য

’’

০৫

মোঃ সালাম

সদস্য, ইউপি সদস্য

’’

০৬

মোঃ ছালা মিয়া

সদস্য, ইউপি সদস্য

’’

০৭

মোঃ সামসুল হুদা

সদস্য, ইউপি সদস্য

’’

০৮

মোঃ সুলতান

সদস্য, ইউপি সদস্য

’’

০৯

মোঃ আঃ রউফ

সদস্য, ইউপি সদস্য

’’

১০

মোছাঃ হাছিনা বগেম

সদস্য, ইউপি সদস্যা

’’

১১

মোছাঃ জাহেদা বেগম

সদস্য, ইউপি সদস্যা

’’

১২

মোছাঃ সিদ্দিকা বেগম

সদস্য, ইউপি সদস্যা

’’

১৩

মোছাঃ মাহামুদা বেগম

ইউএনও কর্তৃক মনোনীত

’’

১৪

মোছাঃ নাদিয়া আক্তার

ইউএনও কর্তৃক মনোনীত

’’

১৫

মোছাঃ মমিনা বেগম

ইউএনও কর্তৃক মনোনীত

’’

১৬

মোঃ মাহামুদুল ইসলাম বিপ্লব

শিক্ষক

’’

১৭

মোঃ হামিদুর রহমান

উপ সহকারী কৃষি কর্মকর্তা

’’

১৮

মোঃ আক্তারুজ্জামান

ব্যাংক ম্যানেজার

’’

১৯

মোঃ আনিচুর রহমান

ইউপি সচিব

’’

 

আলোচ্য বিষয়ঃ     ১. ২০১২-২০১৩ অর্থ বছরের অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ২য় পর্যায়ে উপকারভোগী নির্বাচন এবং প্রকল্পের অগ্রাধিকার নির্ধারনী তথ্য ছক প্রকল্পের অগ্রাধিকার নির্নয়ের মনদন্ডের হিসাব ছক, পরিবেশ স্ক্রিনিং ফরম ও সামাজিক স্ক্রিনিং ফরম অনুযায়ী প্রকল্প গ্রহন, প্রকল্প কমিটি গঠন ও উপকারভোগীর তালিকা প্রেরণ প্রসঙ্গে।

                                 ২. বিবিধ ।

        

অদ্যকার সভায় অত্র ৯নং সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল ইসলাম সভাপতির আসন গ্রহণ করিলে সভার কাজ আরাম্ভ করা হয়।

সভায় ১নং আলোচ্য বিষয়ে আলোচনা কালে সভাপতি সাহেব সভাকে জানান যে, ২০১২-২০১৩ অর্থ বছরে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ২য় পর্যায়ে উপকারভোগী নির্বাচন এবং প্রকল্পের অগ্রাধিকার নির্ধারনী তথ্য ছক প্রকল্পের অগ্রাধিকার নির্নয়ের মানদন্ডের  হিসাব ছক, পরিবেশ স্ক্রিনিং ফরম ও সামাজিক স্ক্রিনিং ফরম অনুযায়ী প্রকল্প গ্রহন, প্রকল্প কমিটি গঠন ও উপকারভোগীর তালিকা অনুমোদন সংক্রান্ত বিষয়ে গত ২৭/০৩/২০১৩ইং তারিখে স্মারক নং- ৫১.০১.৮৫৪৯.০০০.৯৬.০৫৭.১২-৬৬৬ তারিখ: ২৫/০৩/২০১৩ ইং মোতাবেক উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর হইতে একখানা পত্র পাওয়া গিয়াছে । উক্ত পত্রের মর্মানুযায়ী ২০১২-২০১৩ অর্থ বছরে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর  নিয়ম পরিবর্তন হইয়াছে,তিনি আরো জানান যে, ২য় পর্যায়ে আমাদের ইউনিয়নের মোট উপকারভোগীর সংখ্যা ৪২১ জন ( চারশত একুশ) এবং অর্থ বরাদ্দ ২৯,৪৭,০০০/= ( উনত্রিশ লক্ষসাতচল্লিশ হাজার) টাকা অর্থ ব্যায়ের ক্ষেত্রে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর অপারেশন ম্যানুয়াল ২০১২-২০১৩ অনুসারে প্রকল্প গ্রহন, প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ইউনিয়ন কমিটির মাধ্যমে অপেক্ষমান আবেদন ফরম হইতে উপকারভোগীর অগ্রাধিকার তালিকা নির্ধারনী ছক অনুযায়ী পরিবর্তিত ও বর্ধিত উপকারভোগী নির্বাচন এবং প্রকল্পের অগ্রাধিকার নির্ধারনী তথ্য ছক, প্রকল্পের অগ্রাধিকার নির্ণয়ের মানদন্ডের হিসাব ছক, পরিবেশ স্ক্রিনিং ফরম ও সামাজিক স্ক্রিনিং ফরম অনুযায়ী প্রকল্পের তালিকা প্রনয়ন করতে হবে। এ প্রসঙ্গে সভার বিস্তারিত আলোচনা পর্যালোচনা করে ইজিপিপি অপারেশন ম্যানুয়াল ২০১২-২০১৩ অনুযায়ী যাবতীয় কার্য সম্পন্ন করার সিদ্ধান্ত সর্ব সম্মতি ক্রমে গৃহীত হয়।

০২ নং বিবিধ বিষয়ে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।